কলেজ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন জনাব জাপর আহম্মদ চৌধুরী এবং বাবু শৈলন্দ্র কুমার অধিকারী। কাজী মফিজুর রহমান, ইউছুপ মজুমদার, এমাদুর রহমান, রঙ্গু চেয়্যারমান, সহ এলাকার অসংখ্য গুনী মানুষ কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখেন। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে অধিভূক্ত হবার পর থেকে অবিরাম শিক্ষার আলো বিতরণ করছে কানকিরহাট কলেজ।